ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
মার্কিন মিসাইলের পর এবার ব্রিটিশ মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন।
বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালু করার একদিন পরইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আারও বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে অবস্থিত কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ রয়েছে। কমপক্ষে ১৪টি বিশাল বিস্ফোরণ শোনা যায়, যার বেশিরভাগই একটি আগত ক্ষেপণাস্ত্রের মতো শব্দের তীক্ষ্ণ হুইসেলের পূর্বে। একটি আবাসিক এলাকায় শুট করা ফুটেজে দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
কুরস্ক অঞ্চলের লোকেরা ক্ষেপণাস্ত্রের টুকরো খুঁজে পেয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের একজন মুখপাত্র তার কার্যালয় প্রতিবেদন বা অপারেশনাল বিষয়ে মন্তব্য করবে না বলে জানিয়েছে আল জাজিরা।