সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি পেয়েছেন শান্তিতে ২০২৩ সালে নোবেল নিজয়ী নারী নার্গিস মোহাম্মদী।
গতকাল বুধবার (৪ নভেম্বর) তাঁর আইনজীবী মোস্তফা নিলি বিষয়টি নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
মোস্তফা নিলি বলেন, নার্গিস মোহাম্মদীকে তিন সপ্তাহের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ২১ দিন আগে তাঁর দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না। তবে তাকে তিন মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন।
তাঁর পরিবার এবং সমর্থকরা আদালতের কাছে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু আদালত সেটা নাকচ করে দিয়ে তাকে তিন সপ্তাহের জন্য মুক্তি দিয়েছেন।
ইরান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগ মাথায় নিয়ে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ২০২১ সাল থেকে কারাদণ্ড ভোগ করছেন নার্গিস।
মুক্তির পর, মিসেস মোহাম্মদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যায়, উন্মুক্ত কালো চুল এবং কাপড় দিয়ে ডান পা ঢাকা অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের হচ্ছেন মোহাম্মদী। রাস্তায় নেমে চিৎকার করে বলেন, ‘হ্যালো স্বাধীনতা! নারী, জীবন, স্বাধীনতা! স্বাধীনতা আমাদের অধিকার! স্বাধীনতা দীর্ঘজীবী হোক!’