সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা বিদ্রোহীদের দখলে!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আলেপ্পো দখলের পর সিরিয়ার আরেক কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামা দখলে নিতে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের তীব্র আক্রমণে টিকতে না পেরে হামা শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে দেশটির সরকারি বাহিনী।

বিজ্ঞাপন

হামা সিরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত। রাজধানী দামেস্ককে সুরক্ষিত এবং রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে শহরটির দখল অত্যন্ত জরুরি।

প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত সেনাদের হাত থেকে সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলে নেওয়ার কয়েক দিন পর ইসলামপন্থী বিদ্রোহীরা হামা নিয়ন্ত্রণ নিলো।

বিজ্ঞাপন

সিরিয়ার সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টা ধরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াইয়ে আমাদের বেশ কয়েকজন সেনা সদস্য শহীদ হয়েছেন। ইতোমধ্যে বিদ্রোহীরা শহরের বেশ কয়েকটি অংশে প্রবেশ করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামা শহর তিন দিক থেকে ঘিরে ফেলেছেন বিদ্রোহী যোদ্ধারা।

এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলার পর গত প্রায় চার বছর দেশটির পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। যদিও গৃহযুদ্ধ শুরুর পর দীর্ঘ এতটা বছরেও প্রেসিডেন্ট আসাদের সরকার দেশটির সম্পূর্ণ অংশের ওপর কখনোই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

এরই মধ্যে গত সপ্তাহে বিদ্রোহী যোদ্ধারা আকস্মিক আক্রমণ চালিয়ে আলেপ্পো দখল করে নেন। সেখান থেকে আসাদের অনুগত সেনাদের বিতাড়িত করে অন্য শহরগুলোও দখলে নজর দিচ্ছেন বিদ্রোহীরা।