পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে আশ্রয় নিয়েছেন। সঙ্গে তার পরিবারও রয়েছে।
এর আগে, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দামেস্কে দখল করার পর, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে এবং এর ফলে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের ইতি ঘটে।
রোববার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও তাস ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।
খবরে আরও বলা হয়েছে, আসাদ এবং তার পরিবারের সদস্যরা রাশিয়ায় আশ্রয় পেয়েছেন।
এতে বলা হয়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানায়, পদচ্যুত সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতার পাশাপাশি দেশও ছেড়েছেন।
সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নিলে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।