আসাদের পতনে সিরীয়দের অভিনন্দন জানালো হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিজয় অর্জন করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সোমবার (৯ ডিসেম্বর) গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, "স্বাধীনতা ও ন্যায়বিচারের আকাঙ্খা অর্জনের জন্য হামাস ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণকে অভিনন্দন জানায় এবং আমরা সিরিয়ার জনগণকে তাদের দলকে একত্রিত করার আহ্বান জানাই।"

পৃথক এক বিবৃতিতে ইরান-সমর্থিত আরেক গোষ্ঠী ও হামাসের মিত্র ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল-নাখালা প্রায় একই ধরনের আশা প্রকাশ করেছেন। নাখালা বলেছেন, ‘ইসলামিক জিহাদ প্রত্যাশা করছে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি সিরিয়ার সত্যিকারের সমর্থন থাকবে, যেমনটি সবসময় ছিল।’

বিজ্ঞাপন

আল-আসাদের অধীনে সিরিয়া ছিল ইরানের "প্রতিরোধের অক্ষ", ইসরায়েলের বিরোধিতায় একত্রিত শক্তির একটি শিথিল জোট, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও হামাস অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক থেকে পালিয়েছেন।