পশ্চিম তীরে আলজাজিরার কার্যক্রম বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ফিলিস্তিনে কাতারের আলজাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়সহ মন্ত্রিসভার একটি কমিটি সম্প্রচার মাধ্যমটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
'উস্কানিমূলক উপাদান' সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যদিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। কারণ ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করে না। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি (আলজাজিরা) সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে। কাতারের এই চেলিভিশন নেটওয়ার্ককে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথাও জানিয়েছে ফাতাহ।
এদিকে এ বিষয়ে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মুস্তাফা বারঘুতি বলেছেন, আলজাজিরার সম্প্রচার স্থগিতের এই সিদ্ধান্তে ফিলিস্তিনিরা হতবাক হবে। আমি মনে করি এটি একটি বড় ভুল। এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব বাতিল করা উচিত।
তিনি বলেন, যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের আলজাজিরার সঙ্গে কোনো সমস্যা থাকে, তাহলে এটি নিয়ে আলোচনা করা উচিত। বিশেষত যখন আল জাজিরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ উন্মোচন করছে এবং সাধারণভাবে ফিলিস্তিনি ইস্যু প্রচার করছে। এর চেয়েও বড় বিষয় হলো এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার একটি বিষয়।
তবে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বাহিনী আলজাজিরার বিরুদ্ধে সামরিক আদেশ জারি করে এবং পশ্চিম তীরের রামাল্লায় তাদের কার্যালয় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।