ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার পুলিশ প্রধানসহ ১১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে খান ইউনিসের আল-মাওয়াসির এ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনা বাহিনী। সেখানে একটি তাঁবুতে ছিলেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালেহ। হামলায় মাহমুদ সালেহসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতের মধ্যে তিন শিশু ও দুই নারীও ছিল।

গাজার সিভিল এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ান রয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখছে ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছিলেন যে হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখলে ইসরায়েল গাজায় তাদের হামলা আরও জোরদার করবে। তবে সম্প্রতি গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। এরই মাঝে পুলিশ প্রধানের হত্যার ঘটনায় যুদ্ধ বিরতির আলোচনা কতখানি ফলপ্রসু হবে তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন