ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরে একটি বহুতল ভবনে রাতে রাশিয়ার ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানায় বলে শুক্রবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে, যার ফলে ৯ জন নিহত এবং এক শিশুসহ ১৩ জন আহত হয়েছে। জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছে, ঘণ্টায় ঘণ্টায় আমরা সুমির পরিস্থিতির আপডেট পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৮১টি  ড্রোন হামলা চালানোর কথাও বলেন তিনি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই ধরনের হামলা রুশদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, হামলা চালিয়ে একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের সবাইকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানান তিনি।

রাশিয়ার তীব্র নিন্দা করে জেলেনস্কি বলেন, রাতের আঁধারে এমন ড্রোন হামলা অমানবিক। রাশিয়ার এমন ধারাবাহিক কাজের জন্য বিচারের আওতায় আনা জরুরি। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড শাস্তির বাইরে রাখা যাবে না।

ড্রোন হামলা নিয়ে ওডেসার গভর্নর বলেন, ওডেসার দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে চালানো হামলায় শস্য গুদাম, হাসপাতাল এবং দুটি ব্যক্তিগত বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাশিয়া বেসামরিক লোকদের লক্ষ্য বস্তু করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্য করে এমন কোন ড্রোন হামলা চালাইনি।