যুদ্ধবিরতির মধ্যে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় অধিকৃত পশ্চিম তীরের জেনিন গভর্নরেটে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এর দুই সপ্তাহ আগে স্থানটিতে হামলা চালিয়েছিলো ইসরায়েল। সেই থেকে সবশেষ হামলা পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে তাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াফা বার্তা সংস্থা নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন- ইয়াজান হাতেম আল-হাসান ও আমির আবু হাসান।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েলি হামলায় মধ্যবয়সী তিন ফিলিস্তিনি নারীকে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের এক সেনা অধিকৃত অঞ্চলে নিহত হওয়ার ঘটনায় এ হামলা চালানো হয়েছে।

এর আগে মঙ্গলবার একই এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়। বুধবার রামাল্লায় ড্রোন হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এই মাসের শুরুর দিকে, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি বাহিনী জেনিন এলাকায় একটি বড় আক্রমণ শুরু করে। এই আক্রমণকে "লোহার প্রাচীর" হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

এদিকে ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেথলেহেমের দক্ষিণে আল-খাদের শহরে ইসরায়েলি গুলির আঘাতে দুই ফিলিস্তিনি শিশু আহত হয়। অঞ্চলটির পূর্বে আল-উবেইদিয়া শহরেও অভিযানের সময় ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি ব্যক্তিও আহত হয়েছেন।

এছাড়াও, ইসরায়েলি বাহিনী আল-খাদেরের বাওয়াবা এলাকায় টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই অঞ্চলের বেশ কিছু বেসামরিক নাগরিক গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাসে ভোগে।

এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এ ঘটনাকে, "ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করার একটি নিয়মতান্ত্রিক প্রচেষ্টা" হিসাবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “আমরা উত্তর পশ্চিম তীরের গভর্নরেটে সামরিক আগ্রাসন প্রত্যক্ষ করছি। এটি বন্ধ করার জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন।” 

উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৮৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।