ইকুয়েডরের নাগরিকত্ব পেলেন জুলিয়ান আসাঞ্জ



সেন্ট্রাল ডেস্ক ৩

  • Font increase
  • Font Decrease
গত পাঁচ বছর ধরে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আছেন জুলিয়ান আসাঞ্জ৷ অবশেষে ইকুয়েডরের নাগরিকত্ব পেয়েছেন তিনি৷ বৃহস্পতিবার ইকুয়েডর ঘোষণা করে যে, উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে ইকুয়েডরের নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এস্পিনোজা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘‘সুরক্ষিত ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়ার ও এই পন্থায় আমন্ত্রণকারী দেশে তাঁর অন্তর্ভুক্তির ব্যবস্থা করার অধিকার ইকুয়েডর সরকারের আছে৷'' আসাঞ্জ গত ডিসেম্বর মাসের ১২ তারিখে ইকুয়েডরের নাগরিকত্ব পেয়েছেন বলে এস্পিনোজা জানান৷ এর একদিন আগে আসাঞ্জ ইকুয়েডর ফুটবল একাদশের জার্সি পরে তোলা নিজের একটি ফটো টুইট করেন৷ উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের জন্ম অস্ট্রেলিয়ায়৷ ইকুয়েডরের নাগরিকত্ব পাওয়ার ফলে তার পরিস্থিতির বিশেষ পরিবর্তন ঘটবে বলে মনে করার কোনো কারণ নেই। কেননা, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার উল্লেখ করেছে যে, সমস্যা সমাধান হতে পারে, যদি ‘‘আসাঞ্জ দূতাবাস পরিত্যাগ করে বিচারের সম্মুখীন হন৷'' বৃহস্পতিবারই ব্রিটেন আরো জানায় যে, ইকুয়েডরের তরফ থেকে আসাঞ্জকে কূটনীতিকের মর্যাদা দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে৷ কূটনীতিক হিসেবে আসাঞ্জ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক অনাক্রম্যতা পেতেন এবং কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা চুক্তি অনুযায়ী নিরাপদ যাত্রার অধিকার পেতেন৷ ‘‘ইকুয়েডর আপাতত যুক্তরাজ্যের সঙ্গে সংলাপের মাধ্যমে অন্যান্য সম্ভাবনা যাচাই করে দেখছে, যেমন বিশিষ্ট ব্যক্তি, অপরাপর দেশ বা আন্তর্জাতিক সংগঠনের মধ্যস্থতা, যার মাধ্যমে সব পক্ষের জন্য একটা ন্যায্য, চূড়ান্ত ও মর্যাদাপূর্ণ সমাধান সম্ভব,'' বলেন এস্পিনোজা৷ ‘‘ (আসাঞ্জের) জীবন ও চারিত্রিক সম্পূর্ণতার উপর যুক্তরাজ্যের তরফ থেকে না হলেও, তৃতীয় কোনো দেশের তরফ থেকে বিপদ ঘটার ব্যাপারে আমাদের যুক্তিযুক্ত আশঙ্কা রয়েছে,'' বলে এস্পিনোজা ঘোষণা করেন৷ ইকুয়েডরের দূতাবাস লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকায় অবস্থিত৷ ২০১২ সাল থেকে আসাঞ্জ সেখানে অবস্থান করেছেন৷ ধর্ষণের অভিযোগে সুইডেনে বিচারের মুখোমুখি হওয়া এড়াতে সেখানে আশ্রয় নেন তিনি৷ আসাঞ্জের আশঙ্কা, সুইডিশ কর্তৃপক্ষ তাঁকে মার্কিন সরকারের হাতে তুলে দেবে৷ উইকলিকসে হাজার হাজার গোপনীয় সামরিক ও কূটনৈতিক দলিল প্রকাশ করার দায়ে তিনি যুক্তরাষ্ট্রে ফেরারি হিসেবে গণ্য৷ সুইডিশ কৌঁসুলিরা গতবছর আসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেন, কিন্তু ব্রিটিশ পুলিশ বলে যে, জামিনের শর্ত ভঙ্গের জন্য আসাঞ্জকে গ্রেপ্তার করা হতে পারে৷ এস্পিনোজা ইতিপূর্বেই আভাস দিয়েছেন যে, ব্রিটেনের সঙ্গে অচলাবস্থা দূর করার জন্য ইকুয়েডর কোনো ‘তৃতীয় গেশ বা ব্যক্তিত্বের' শরণ নিতে পারে৷ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্বল্প আগে আসাঞ্জ অভিযোগ করেন যে, লন্ডনে ইকুয়েডর দূতাবাসের কর্মকর্তারা সাময়িকভাবে আসাঞ্জের ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দিয়েছেন, কেননা, তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেল ফাঁস করতে চলেছিলেন৷ সম্প্রতি আসাঞ্জ কাতালুনিয়ার স্বাধীনতা প্রচেষ্টার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন, যার ফলে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো তাঁর প্রতি বিরূপ হন, কেননা, আসাঞ্জের মনোভাব সম্পর্কে মাদ্রিদ সরকারের তরফ থেকে কিটো সরকারের কাছে তলব আসে৷ ‘‘আমরা আসাঞ্জকে স্মরণ করিয়ে দিয়েছি যে, তার ইকুয়েডরের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই। কেননা, তার পরিস্থিতি তাকে সেই অধিকার দেয় না,'' মোরেনো স্পেনের একটি সংবাদপত্রকে এ কথা বলেন৷
   

ইরানের মন্ত্রিসভার বৈঠক, তাবরিজ যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। এর পর ইরানের ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশে রওনা হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি ঝারোমি।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আলী বাহাদুরি ঝারোমি লিখেছেন, ‘আজ (রবিবার) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। এর পর এক্সিকিউটিভ ডেপুটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাবরিজের উদ্দেশে রওনা হন।’

উল্লেখ্য, রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এর পর অন্তত দুই ঘণ্টা অতিবাহিত হলেও প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের বিষয়েও কিছু জানা যায়নি। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী হলো তাবরিজ শহর।

ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

;

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা, দেশজুড়ে দোয়া



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে রোববার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন। যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে।

সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশজুড়ে দোয়া করা হচ্ছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি বলেছেন, তিনি নিশ্চিত করেন, হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর বেশি কিছু তিনি জানাননি। তবে তিনি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে বলেন, বেশ কয়েক উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। কুয়াশা ও বাজে আবহাওয়া পরিস্থিতির কারণে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

"বিষয়গুলি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী দলগুলি তাদের কাজ করছে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এটি বের করা হবে," তিনি যোগ করেন।

তবে তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশ্ব অধ্যয়নের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, উদ্ধার টিম হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এটি হতে পারে কারণ দুর্ঘটনাটি খুব খারাপ বা এমনটিও হতে পারে যে এলাকাটি নেটওয়ার্কের আওতাভুক্ত নয়৷ এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। একটি বাঁধ উদ্বোধন করতে গতকাল শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি। আজ রোববার সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা তার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।

;

বাঁধ উদ্বোধন শেষে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজারবাইজান সীমান্তবর্তী ইরানের একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টারটি দ্রুতগতিতে ফারজাকান এলাকায় অবতরণ করে বলে জানা গেছে।

রোববার (১৯ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ইরানের বার্তাসংস্থা ইরনা (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি) জানায়, হেলিকপ্টারটি দ্রুতগতিতে অবতরণ করে। তবে হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসিসহ অন্যান্যদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কঠিন হচ্ছে বলে ইরনা’র এক সংবাদাতা জানিয়েছেন।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমাটি, তাবরিজের শুক্রবারের প্রার্থনার নেতা হোজ্জাতুলেসলাম আল হাশেম এবং আরো কয়েকজন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, বাজে এক আবহাওয়া বিরাজ করায় উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশখানিকটা সময় লাগছে।

তিনি বলেন, উদ্ধারকারীদল শিগগিরই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে এবং সবাইকে পরবর্তী তথ্য জানানো সম্ভব হবে।

;

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিখোঁজ রয়েছেন।তাকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে রোববার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

এসময় হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও আজারবাইজান প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোনকল এসেছিল। হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই ধারণা করা হচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, বিস্তারিত জানতে কর্তৃপক্ষ অপেক্ষা করছে।

২০২১ সালে ৬৩ বছর বয়সী রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অনেকে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনে করেন।

;