খাশোগি হত্যাকাণ্ডে প্রতিবেদন দেবে জাতিসংঘ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতিসংঘের তদন্ত কর্মকর্তা কালমার্ড এগেনস/ ছবি: সংগৃহীত

জাতিসংঘের তদন্ত কর্মকর্তা কালমার্ড এগেনস/ ছবি: সংগৃহীত

সৌদি আরবের নাগরিক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ।

বুধবার (১৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘের তদন্ত কর্মকর্তা কালমার্ড এগেনস খাশোগি হত্যাকাণ্ড তদন্তের প্রতিবেদন প্রকাশ করার জন্য প্রস্তুত।

বিজ্ঞাপন

কালমার্ড গণমাধ্যমকে বলেন, ‘খাশোগিকে হত্যার পর তার দেহের কোনো অংশ খুঁজে পাওয়া না গেলেও আমরা একটি ভীতিকর অডিও রেকর্ড পেয়েছি।’

এদিকে সিআইএ ও কিছু পশ্চিমা দেশ খাশোগি হত্যাকাণ্ডে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার কথা বলছেন। যদিও সৌদি আরবের কর্তৃপক্ষ পশ্চিমাদের এই সন্দেহ উড়িয়ে দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে বর্বর হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। হত্যার পর এ সাংবাদিকের লাশ গুম করে ফেলা হয়। এখনো তার লাশের সন্ধান পাওয়া যায়নি।