৯/১১-এর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যোগদান ভুল ছিল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি: সংগৃহীত

৯/১১-এর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐক্য করার প্রতিজ্ঞা করে পাকিস্তান ‘সবচেয়ে বড় ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে কাউন্সিল অব ফরেন রিলেশনসের (সিএফআর) থিঙ্ক ট্যাঙ্কের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জেনারেল পারভেজ মোশাররফের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের সিদ্ধান্তের কথা উল্লেখ করে
ইমরান খান বলেন, ‘পাকিস্তানের পূর্ববর্তী সরকারগুলোর এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল না যা তারা করতে পারত না।’

২০০১ সালে মার্কিন আগ্রাসনের আগে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি প্রদানকারী তিনটি দেশের মধ্যে একটি ছিল পাকিস্তান।

বিজ্ঞাপন

৯/১১-এর হামলার পর আফগানিস্তানে মার্কিন হামলার ক্ষেত্রে পাকিস্তান তালেবানদের বিরুদ্ধে আমেরিকান বাহিনীকে সমর্থন করেছিল।

১৯৮০ এর দশকে যখন সোভিয়েতরা আফগানিস্তান আক্রমণ করেছিল, তখনো মার্কিন সাহায্যে পাকিস্তান সোভিয়েতদের বিরুদ্ধে প্রতিরোধে আফগানদের সহযোগিতার সব আয়োজন করেছিল। আইএসআই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল। সমস্ত বিশ্বজুড়ে এ জঙ্গিরাই সোভিয়েতদের বিরুদ্ধে জিহাদের জন্য আমন্ত্রণ জানিয়েছিল।