আন্তর্জাতিক গণমাধ্যমে ‘আবরার হত্যা’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবরার ফাহাদ ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম, ছবি: সংগৃহীত

আবরার ফাহাদ ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনা গুরুত্ব দিয়ে ছেপেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে- ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, দুবাইভিত্তিক গালফ নিউজ, কাতারভিত্তিক আল জাজিরা, ফরাসি সংবাদ সংস্থা এএফপি, ভারতীয় দ্যা হিন্দু ও ইন্ডিয়ান আওয়াজ, সৌদি গেজেট, মাইক্রোসফটের এমএসএন, যুক্তরাজ্যের ডেইলি মিরর, আমেরিকান ভয়েস অব অমেরিকা (ভিওএ)।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী মন্তব্য করায় পিটিয়ে হত্যা করা হয়েছে বুয়েটের এক ছাত্রকে। এই হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ জড়িত রয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডটি বাংলাদেশকে হতবাক করেছে। প্রতিবেদনটিতে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতার সংস্কৃতি নিয়ে আলোকপাত করা হয়েছে।

বিজ্ঞাপন

ভয়েস অব আমেরিকায় 'ছাত্র হত্যায় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের সাথে পানি ভাগাভাগি চুক্তির সমালোচনা করায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাথে পানি ভাগাভাগির চুক্তিতে সরকারের সমালোচনা করায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে খুন হয়েছে বুয়েটের এক শিক্ষার্থী। এর ফলে সোমবার দেশটিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে ও দেশটির প্রধান সড়কগুলো অবরোধ করা হয়েছে। এছাড়া এই বিক্ষোভে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

'বাংলাদেশে ছাত্র হত্যা: বিচারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল' শিরোনামে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 'ফেসবুক পোস্টের জন্য ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের হাতে একজন স্নাতক ছাত্রকে হত্যার অভিযোগে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল করেছে।'

ইন্ডিয়ান আওয়াজ খবরে বলা হয়েছে, 'সোমবার ভোরে ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার ১০ সাবেক ছাত্রনেতাকে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।'

'শিক্ষার্থীর হত্যাকাণ্ড বাংলাদেশে বিক্ষোভের সূত্রপাত করে' এমন এক শিরোনামে দ্য হিন্দু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আবরার ফাহাদ প্রশ্ন তুলেছিলেন। এর ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কর্মীরা জেরা করার সময় তাকে পিটিয়ে হত্যা করেছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর পরবর্তী সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারা মনে করে, এ ঘটনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে পারেন।