'নো প্লাস্টিক, নো প্লেন, আমি শুধু মানুষ'
লুইস হ্যামিলটন পাঁচবারের কার রেসিং ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন। তবে কার রেসিং ছাড়াও ভিন্ন ইস্যুতে নজর কেড়েছেন এ তারকা। কেননা বিশ্বখ্যাত এ তারকা ব্যক্তিগত জীবনে প্লাস্টিকের কোনো পণ্যই ব্যবহার করেন না।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বলেছেন, 'আমার জীবনের এখনো অনেক কিছু বাকি'।
এছাড়া তিনি নিজেকে শুধুমাত্র মানুষ 'হিউম্যান' বলে ঘোষণা দেন। এজন্য পরিবেশের ক্ষতি সাধন করে বিধায় ব্যক্তিগত প্লেনও বিক্রি করে দিয়েছেন তিনি।
তবে এজন্য তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু কথাও শুনতে হচ্ছে। কেননা অনেকেই এটাকে ভণ্ডামি বলেও মন্তব্য করেছেন।
তবে সমালোচনার জবাবে তিনি বলেন, 'আমি প্লাস্টিক ব্যবহার করি না, প্লেন ব্যবহার করি না, আমি একজন সাধারণ মানুষ। অন্য সবার মতোই আমার উত্থান পতন আছে। আর এই নিয়েই আমি চলতে চাই।'
হ্যামিলটন বলেন, ‘আমি আমার পরিবার ও অফিসের কাউকে প্লাস্টিক কিনতে দিই না। রিসাইকেল করা যায় আমি এমন জিনিস ব্যবহার করে থাকি, যেমন টুথব্রাশ।'
এদিকে, এ বছরের শেষে তার জ্বালানি তেল নির্ভর গাড়িটা বিক্রি করে ইলেক্ট্রিক কার কেনার ঘোষণাও দিয়েছেন।