মার্কিন সেনা অভিযানে আইএস নেতা বাগদাদির 'মৃত্যু'
সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস প্রধান আবু বকর বাগদাদিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে আইএস'র এই নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছে মার্কিন সৈন্যরা।
রোববার (২৬ অক্টোবর) মার্কিন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিএনএন'কে এ তথ্য জানায়। আর এই অভিযানে গোয়েন্দা সংস্থা সিআইএ সহায়তা করেছে বলে জানান তিনি।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য মতে, অভিযানের সময় একটি সুইসাইড ভেস্ট পরিহিত ছিলেন আইএস'র এ নেতা। আর তা বিস্ফোরণের মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে।
তবে ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত করা হবে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, 'বড় কিছু আসতে চলেছে'।
এর আগে, হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব হোগান গিডলি ঘোষণা করেছেন, রোববার সকাল ৯টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা দেবেন।
বাগদাদি আইএস জঙ্গি সংগঠনের নেতা। দীর্ঘ পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে আইএসআইএস মিডিয়া শাখা আল-ফুরকান একটি ভিডিও প্রকাশ করেছিল যাতে দেখা যায়, একজন ব্যক্তিকে বাগদাদি বলে উল্লেখ করা হয়।
এর আগে সর্বশেষ ২০১৪ সালের জুলাইে তাকে দেখা গিয়েছিল। সে সময় তিনি মোসুলের মহান মসজিদে বক্তৃতা করেছিলেন।