বাগদাদির খোঁজ দেওয়া গুপ্তচর পাবেন ২৫ মিলিয়ন ডলার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাগদাদির খোঁজ দেয় আইএসের এক গুপ্তচর, ছবি: সংগৃৃহীত

বাগদাদির খোঁজ দেয় আইএসের এক গুপ্তচর, ছবি: সংগৃৃহীত

মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছেন আইএসের শীর্ষ নেতা বাগদাদি। তবে গত একবছর ধরে যখন যাকে খুঁজে পাচ্ছিলেন না মার্কিন বাহিনী, হঠাৎ তাকে কীভাবে পেলেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে, খোদ আইএসের এক সদস্যই বাগদাদির খোঁজ দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাগদাদির ঠিকানা দেওয়ার পাশাপাশি মার্কিন অভিযানে ওই আইএস কর্মী মুখ্য ভূমিকা পালন করেছেন। তবে প্রতিবেদনে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। যার জন্য তিনি পেতে যাচ্ছেন ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনীর (এসডিএফ) প্রধান মাজলুম আব্দি বলেন, 'আইএসে থাকা গুপ্তচর বাগদাদির সকল খবর মার্কিন বাহিনীকে দিয়েছে। এমনকি বাড়ির নকশা, আঙিনা, টানেল, এমনকি কোথায় কোথায় বাগদাদির রক্ষী বাহিনী ছিল সব কিছুই জানিয়ে দেয়। এর জন্য গুপ্তচর মার্কিন বাহিনী থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে।'

এর আগে এ একই গুপ্তচর মার্কিন গোয়েন্দাকে বাগদাদির ব্যবহৃত অন্তর্বাস এবং রক্তের নমুনা দেন। আর এই রক্ত দিয়েই মৃত বাগদাদিকে শনাক্ত করে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (২৬ অক্টোবর) মার্কিন বাহিনীর হামলায় নিহত হন আইএসের শীর্ষ নেতা বাগদাদি। আর রোববার তার মৃত্যুর কথা নিশ্চিত করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের তথ্য মতে, অভিযান চলাকালীন সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে বাগদাদির মৃত্যু হয়। এ সময় বাগদাদি সহ তার তিন সন্তান মারা যান।