কানের ভেতর পাওয়া গেল ১০টি তেলাপোকা!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কানের ভেতর মশা বা মাছি ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। কিন্তু তেলাপোকা! অদ্ভুত শোনালেও এমনটি  ঘটেছে! কানে তীব্র ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে উদ্ধার হলো একটি দুটি নয় গোটা পরিবার শুদ্ধ তেলাপোকা। ১০ সদস্য নিয়ে দিব্যি হালে ছিলেন তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চীনের হুইজহউ শহরে ঘটেছে এই ঘটনা। হুইজহউ শহরের সানহে হাসপাতালের ডাক্তার তার কানের ভেতর থেকে ১০টিরও বেশি তেলাপোকা খুঁজে বের করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম জানায়,  ২৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এলভি। বেশ কিছুদিন ধরে কানে তীব্র ব্যথায় ঘুমোতে পারছেন না তিনি। পরে রাতে তীব্র যন্ত্রণায় ঘুম থেকে উঠে যান তিনি। কানে টর্চ দিয়ে দেখতে বলেন তার স্ত্রীকে। কিন্তু টর্চ দিয়ে যা দেখা গেলো তাতে চোখ কপালে ওঠার অবস্থা। বেশ বড়সড় এক তেলাপোকা মুখ উঁচিয়ে আছে।

এলভির চিকিৎসক ঝং ইজিন বলেন, এলভি এসে বলেন কানের ভেতর যেন কিছু আঁচড় দিচ্ছে। পরে পরীক্ষা করে তেলাপোকা দেখা যায়। তার কান থেকে ১০টি তেলাপোকা পাওয়া গেছে। ঠিক কতদিন ধরে তেলাপোকা ওখানে বাসা বেঁধেছিল তা পরিষ্কার নয়। পরে এলভিকে একটি মলম দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এলভি সব সময় খাওয়ার পরে তার বিছানার পাশে খাবার রেখে ঘুমিয়ে যেতেন। সেখান থেকে রাতে তেলাপোকা তার কানের ভেতর যেতে পারে।