ইসলামিক জিহাদের শীর্ষ নেতা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলি বিমান হামলায় আবু আল-আত্তা নিহত/ ছবি: রয়টার্স

ইসরায়েলি বিমান হামলায় আবু আল-আত্তা নিহত/ ছবি: রয়টার্স

ইসরায়েলি বিমান হামলায় গাজায় জঙ্গিগোষ্ঠী 'ফিলিস্তিনি ইসলামিক জিহাদ'র শীর্ষ নেতা বাহা আবু আল-আত্তা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হামলা হয়। হামলার সময় স্ত্রীসহ এই শীর্ষ নেতা নিহত হন। এ ঘটনায় তাদের সন্তান ও প্রতিবেশীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আবু আল-আত্তা ছিল একটি টাইম বোমের মত, যে দেশে হামলার পরিকল্পনা করে আসছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে, আত্তা নিহতের পর থেকেই গাজা থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে ১৫০টি রকেট হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৭ জন ইসরায়েলি আহত হয় বলে আসকেলন শহরের বারজিলাই হাসপাতালের বরাতে জানা যায়।

তবে, এক বিবৃতিতে ইসলামিক জিহাদ আল-আত্তার মৃত্যুর কথা নিশ্চিত করে। বিবৃতিতে এই হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও জানিয়েছে গোষ্ঠীটি। 

বিজ্ঞাপন