ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন শুরু, মাওবাদীদের হামলা
-
-
|

বিধান সভা নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা, ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধান সভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকাল থেকে বিধান সভার ১৩টি আসনে ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পরে সন্দেহভাজন মাওবাদীরা রাজ্যের গুমলা জেলার বিষ্ণুপুরের একটি সেতু বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দিয়েছে।
রাজ্যের পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে ভোটগ্রহণে কোনো প্রভাবও পড়েনি বলে জানায় রাজ্য পুলিশ।
৮১ আসন বিশিষ্ট রাজ্যের বিধান সভার নির্বাচন হয় পাঁচ ধাপের ভোটগ্রহণের মাধ্যমে। প্রথম ধাপের ভোট ৩০ নভেম্বর ও শেষ ধাপের ভোট হবে ২০ ডিসেম্বর। ভোট গণনা হবে ২৩ ডিসেম্বর।
রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখতে উঠে পড়ে লেগেছে ক্ষমতাসীন দল বিজেপি। তবে এবার কোনো মিত্র ছাড়াই নির্বাচন করছে বিজেপি। এর আগে ২০১৪ সালের নির্বাচনে ৩৫টি আসন পেয়ে সর্ব ঝাড়খণ্ড শিক্ষার্থী সংসদ (অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল বিজেপি। তখন সর্ব ঝাড়খণ্ড শিক্ষার্থী সংসদ পেয়েছিলো পাঁচটি আসন। কিন্তু এবার শিক্ষার্থী সংসদ একাই নির্বাচনে অংশ নিয়েছে।