জলবায়ু পরিবর্তন: ক্লাস ছেড়ে রাজপথে বিক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজপথে শিক্ষার্থীরা/ ছবি: টাইম

রাজপথে শিক্ষার্থীরা/ ছবি: টাইম

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্বব্যাপী ক্লাস বাদ দিয়ে পথে নেমে বিক্ষোভ করেছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩০ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে শুরু করে কোপেনহেগেনসহ বিশ্বের বিভিন্ন শহরের রাজপথে লাখো শিক্ষার্থী রাজপথে নেমে আসে।

বিজ্ঞাপন

পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচাতে স্পেনের রাজধানী মাদ্রিদ আর অস্ট্রেলিয়ার সিডনিতে, যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টারের মতো শহরগুলোর রাজপথে জমায়েত হয় শিক্ষার্থীরা।

সোমবার স্পেনের মাদ্রিদে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ ২৫)। বিশ্বনেতাদের সম্মেলনের পূর্বেই এই আন্দোলন জোরালো হলো।