আইস হকি ভক্তদের ৪৬ হাজার পুতুল নিক্ষেপ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এই পুতুলগুলো পরিষ্কার করতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়, ছবি: সংগৃহীত

এই পুতুলগুলো পরিষ্কার করতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়, ছবি: সংগৃহীত

পেনসিলভেনিয়া হকি দলের টেডি (পুতুল) বিয়ার টস ইভেন্ট সেটটিতে নতুন রেকর্ড গড়লো হ্যাভেন ভক্তরা। তাদের প্রিয় দলের দিকে সমর্থকরা ৪৫ হাজার ৬৫০টি পুতুল নিক্ষেপ করেছে।

হার্শি বিয়ার পেশাদার হকি দল জানায়, ম্যাচের প্রথম আট মিনিটের মধ্যে বিয়ার্সের প্রথম গোলের পরপরই টেডি বিয়ার টস হয়েছিল। সেখানেই সমর্থকরা ৪৫ হাজার ৬৫০টি পুতুল ছুঁড়ে দেয় যা গতবছরের তুলনায় ৩৫ হাজার ৬৫০টি বেশি।

বিজ্ঞাপন

এই পুতুলগুলো পরিষ্কার করে পুনরায় খেলা চালিয়ে যেতে তাদের ৪০ মিনিট অপেক্ষা করতে হয়।

দলটির অফিসিয়াল এক বিবৃতি থেকে জানা যায়, যে কোনো টেডি বিয়ার টস হোস্টিং করা দলগুলোর পক্ষে এটি একটি নতুন রেকর্ড। খেলনাগুলো ৪০টি দাতব্য প্রতিষ্ঠানে বিতরণের জন্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে টিকেটের ১ ডলার মিরাকল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দেওয়া হবে যারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে।

বিজ্ঞাপন