৬ হাজার মাইলের ম্যারাথনে ৭৩ বছর বয়সী নারী
যুক্তরাষ্ট্র থেকে নেপাল যাত্রায় এক ব্রিটিশ অভিযাত্রী ও লেখিকা ম্যারাথনে ইস্তানবুলের গালাতা আইকনিক ব্রিজ অতিক্রম করলেন। দীর্ঘ ৬ হাজার মাইলের ভ্রমণপথে তিনি এই ব্রিজ অতিক্রম করেন বলে খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহ।
৭৩ বছর বয়সী রোজি সওয়ালে নিজ খরচে একটি দাতব্য সংস্থা চালাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় এই নারী একটি লাল মালবাহী গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। তিনি নেপালের বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে সাহায্য করতে দীর্ঘ ভ্রমণে বেরিয়েছেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্কে আমি সম্মানিত হয়েছি। এ ছাড়া আমি তুর্কি জনগণের ভালোবাসা পেয়েছি। আমি এটি করতে সক্ষম হয়েছি কেননা আমি নিজেকে যথেষ্ট তরুণ মনে করি। আমার বয়স কেবল ৭৩ বছর। যতদিন পারি আমি এভাবেই চালিয়ে যাবো।
এই অভিযাত্রী একজন লেখিকা। তার রচিত বই, জাস্ট অ্যা লিটল রান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যারা ব্রিজ অতিক্রমের সময় তার সঙ্গে যোগ দেন সবাইকে তিনি ধন্যবাদ জানান।
রোজি বিভিন্ন ম্যারাথন দলের সঙ্গে যুক্ত। স্বামীর মৃত্যুর পর তিনি দাতব্য সংস্থা ফেজ ওয়ার্ল্ডওয়াইড চালাচ্ছেন।