রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার মামলা

কানাডার বিশেষ দূত বব রে হেগে পৌঁছেছেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কানাডার বিশেশ দূত বব রে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালের ছবি

কানাডার বিশেশ দূত বব রে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালের ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিয়োগকৃত বিশেষ দূত বব রে নেদারল্যান্ডসের হেগে পৌঁছেছেন।

সোমবার (০৯ ডিসেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুনানিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি কানাডা ও নেদারল্যান্ডসের কূটনীতিকরা মামলা দায়েরকারী দেশ গাম্বিয়াকে সহযোগিতা করবেন।

বব রে বলেন, মামলার শুনানি ও বৈঠকে যোগ দিতে তিনদিনের জন্য হেগে পৌঁছেছি। কানাডা অন্যান্য দেশের সঙ্গে এ ইস্যুতে কাজ করতে বেশ কয়েকটি জবাবদিহিতার ব্যবস্থা নিয়েছে। আমাদের সরকার ও সংসদ উভয়য়ের চিন্তাশীল ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের জন্য আমি গর্বিত।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশে এসে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জাতিগোষ্ঠীর শরণার্থীদের কানাডায় আশ্রয় দেওয়ার সুপারিশ করেছিলেন রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিয়োগকৃত বিশেষ দূত বব রে। একইসঙ্গে তিনি চলমান মানবিক সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেন।

টরেন্টোর সাবেক এমপি বব রে-কে মিয়ানমারের বিশেষ দূত নিয়োগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তদন্ত শেষে সংকট নিয়ে তিনি প্রতিবেদন চূড়ান্ত করেছেন। ২০১৮ সালের মার্চে ওই প্রতিবেদনে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শক্তিশালী ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বব রে লিখেছেন, বাংলাদেশে বর্তমানে কী ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সরাসরি গুলি ও সামরিক সহিংসতা ছাড়াও আমি যৌন সহিংসতার শিকার নারীদের কাছ থেকে প্রত্যক্ষভাবে নির্যাতনের বর্ণনা শুনেছি। শরণার্থী শিবিরে আসার পথে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর কথাও শুনেছি।