সামোয়ায় হামে মৃতের সংখ্যা ৭০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আরএনজেড

ছবি: আরএনজেড

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র সামোয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়েছে হাম। এতে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে আরও ১১২ জন এতে আক্রান্ত হয়েছে। দেশটিতে গত সপ্তাহে ব্যাপক টিকাদান কার্যক্রম সত্ত্বেও এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মহামারিতে দেশটি গত দুইদিন ধরে অচল হয়ে রয়েছে। এই মহামারি প্রতিরোধে জাতিসংঘ ২৬ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

জরুরি সহায়তার কথা জানিয়ে নিউইয়র্কে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সহায়তার সমন্বয়ক মার্ক লুকক বলেন, সামোয়ার জনগণ এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন
সামোয়ায় হাম আক্রান্তদের সরকারি তথ্য

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মোট হাম আক্রান্ত লোকের সংখ্যা ৪,৬৯৩ জন, তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৬ শিশুসহ ২২৯ জন। এদের মধ্যে ১৬ শিশু গুরুতর আহত।

অক্টোবরের মাঝামাঝি হাম ছড়ানো শুরু করলে তখন টিকা গ্রহণকারী ছিল ৩০ শতাংশ। মোট জনসংখ্যার ৯০ শতাংশকে হামের টিকা দেয়া হয়েছে। টিকা নেয়ার পর এর কার্যকারিতা শুরু হতে সময় লাগে ১০ থেকে ১৪ দিন।