ট্রাম্পের বিচার পরিকল্পনা প্রকাশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ছবি: পলিটিকো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ছবি: পলিটিকো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংসদীয় বিচারের পরিকল্পনা প্রকাশিত হয়েছে। বিবিসি বলছে, বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেনটেটিভের ডেমোক্র্যাট সদস্যরা এ পরিকল্পনা প্রকাশ করেছেন।

হাউজ জুডিশিয়ারি কমিটির প্রধান জেরি ন্যাডলার এ সংক্রান্ত আইনের দুটি ধারা প্রকাশ করেছেন। প্রথমটিতে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আর অপরটিতে সংসদের কাজে বাধা দানের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন
হাউজ জুডিশিয়ারি কমিটির প্রধান জেরি ন্যাডলার/ বিবিসি 

অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে ইউক্রেনের অর্থ সাহায্য স্থগিত করেছিলেন ট্রাম্প। এমনটাই বলা হয়েছে অভিযোগে। তবে এসব অভিযোগ স্বীকারই করেন না ট্রাম্প। বরং বিচারের এই পুরো প্রক্রিয়াকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছেন তিনি।

হাউজ জুডিশিয়ারি কমিটি আইনের দুটি ধারার অনুমোদন দিলে সেটি হাউজ অব রিপ্রেজেনটেটিভে পূর্ণাঙ্গ ভোটের জন্য উঠবে। এখানে প্রেসিডেন্টের বিচারের পক্ষে ভোট পড়লেই জানুয়ারির মধ্যে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে বিচার শুরু হবে।

বিজ্ঞাপন