ইরানের ডাক বিভাগে যুক্ত হল ড্রোন সার্ভিস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড্রোন সার্ভিস উদ্বোধন করল ইরানের ডাক বিভাগ/ ছবি: পার্স টুডে

ড্রোন সার্ভিস উদ্বোধন করল ইরানের ডাক বিভাগ/ ছবি: পার্স টুডে

প্রযুক্তির উৎকর্ষে পৃথিবী এগিয়েছে বহুদূর। আধুনিক বিশ্বে নানা কাজে ব্যবহৃত হচ্ছে ড্রোন। এবার পার্সেল পাঠানোর কাজ করবে ড্রোন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডাক বিভাগে যুক্ত হল এই সেবা।

ইরানি গণমাধ্যম পার্স টুডে বলছে, রোববার (১৫ ডিসেম্বর) সাফল্যের সঙ্গে একটি ড্রোন পার্সেল পৌঁছে দিয়েছে আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমির কার্যালয়ে।

বিজ্ঞাপন

ভিডিও প্রকাশ করে দেশটির আইসিটি মন্ত্রী লিখেছেন, দেশের যেকোনো স্থানে ড্রোনের সাহায্যে ত্রাণ সরবরাহ করা যায় কিনা তা নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গেও আলোচনা চলছে।

ওই ভিডিওতে দেখা যায়, ডাক বিভাগের একজন কর্মী কন্ট্রোল রুম থেকে ড্রোন পরিচালনা করছেন। এই ড্রোনটি একটি পার্সেল মন্ত্রীর দপ্তরে পৌঁছে দিচ্ছে।

বিজ্ঞাপন