থাই গুহায় উদ্ধার অভিযান নিয়ে যা জানি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় ১৬ দিন আটকে থাকার পর ৪ কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুলাই) অভিযান শেষে তাদের উদ্ধার করা হয়। এখনো ভেতরে ওই দলের ৮ কিশোর ও তাদের কোচ অবস্থান করছে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান এখনো শুরু হয় নি। গুহায় আটকে পড়াদের উদ্ধার কার্যক্রমে চোখ রাখছে গোটা বিশ্ব। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হচ্ছে। ১৬ দিনের এই কর্মযজ্ঞ নিয়ে আমরা যা জানি সেগুলো হল:

চারজন উদ্ধার

রোববার সন্ধ্যায় গুহা থেকে চারজনকে উদ্ধার করা হয়। তারা শাররীকভাবে সুস্থ আছেন বলেও জানানো হয়েছে। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে।

চিয়াংরাই হাসাপাতালে ভর্তি

উদ্ধার হওয়া চার কিশোরকে চিকিৎসা দেয়ার জন্য চিয়াং রাই প্রদেশের প্রাচানুক্রোহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের রক্ত, মূত্র পরীক্ষা, ফুসফুসের এক্সরে করা হয়েছে।

 আরও পড়ুন: কিশোরদের উদ্ধারে সময় ও পানি সঙ্গে যুদ্ধ উদ্ধারকারীদের

পরিবারের সঙ্গে দেখা হয় নি

উদ্ধার হওয়া চার কিশোর এখনো তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেনি। তবে আজ (৯ জুলাই) দিনের শেষে তাদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে পারে। থাই এক চিকিৎসক কর্মকর্তা বলেন, ‘ কমপক্ষে ১/২ মিটার ব্যবধানে থেকে দর্শনার্থীরা তাদের সঙ্গে দেখা ও কথা বলার অনুমতি পাবে। এখনি আলিঙ্গন কিংবা স্পর্শ কোনটাই নয়।’

/uploads/files/oED3NXrNDEyUD0oih0cYLLHWdSdqsh4GaKKn2DyW.jpeg

আজ আবার উদ্ধার অভিযান

গুহায় আটকে থাকা আরো ৮ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা আছে। স্থানীয় সময় সকাল ৭ টা থেকে বিকেল ৫ টার মধ্যকার যেকোন সময় থেকে এ উদ্ধার অভিযান শুর হওয়ার কথা আছে।

একই ডুবুরিরা আবার গুহায় যাবে

গুহায় প্রথম দিনের উদ্ধার অভিযানে অংশ নিয়ে যারা চারজনকে নিরাপদে বের করে এনেছে, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানেও তারা অংশ নেবে। থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গুহার সর্বশেষ অবস্থা নিয়ে এই ডুবুরিরাই সবচেয়ে ভালো জানে।

গুহায় একই স্থানে আছে অন্যরা

গুহা থেকে চারজনকে বের করে আনা হলেও দলটি বাকী সদস্যরা এখনো গুহার একই স্থানে অবস্থান করছে। তাদেরকে সেখান থেকেই উদ্ধার করা হবে।

১৮ উদ্ধারকারী ডুবুরির বিপদসঙ্কুল অভিযান

থাই নৌবাহিনীর ৫ সদস্যসহ ১৮ জনের একটি উদ্ধারকারী ডুবুরি দল রবিবারের অভিযানে অংশ নেন। অভিযানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ওঅস্ট্রেলিয়ার ডুবুরিরা যৌথভাবে অংশ নিয়েছেন। বিপদসঙ্কুল উদ্ধার অভিযানে তারা সেখানে পৌছে আটকে পড়াদের মধ্য থেকে চারজনকে উদ্ধার করতে সক্ষম হন। স্কুবা মাস্ক পড়ে কাদামাটি হেটে, সাতার কেটে তারা গুহার ভেতরে প্রবেশ করে। সকাল ১০ টায় অভিযান শুরু হয়। সন্ধ্যা পৌণে ৮ টার মধ্যে চারজনকে নিরাপদে বের করে আনতে সমর্থ হন। উদ্ধারকারীরা ধারনার চেয়ে ২ ঘন্টা আগেই প্রথম কিশোরকে বের করে নিয়ে আসেন।

নিখোঁজ ওয়াইল্ড বোরস সকার টিম

থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলের থাম লয়াং নং নন গুহায় বেড়াতে গিয়ে ২৩ জুন বন্যার প্লাবনে গুহার ভেতরে আটকে পড়ে ওয়াইল্ড বোরস সকার টিমের ১২ কিশোর ফুটবলার ও তাদের তরুণ সহকারী কোচ। যাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এদিকে তাদের নিখোঁজের খবরে অনুসন্ধানে নামে পুলিশ ও স্থানীয়রা। পরে গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এর নয় দিন পর দুই ব্রিটিশ ডুবুরি তাদেরকে গুহার প্রায় ৬ কি.মি. ভেতরে খুঁজে পায়।

         আরও পড়ুন: থাই গুহায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান এখনো শুরু হয় নি

   

ইরানের মন্ত্রিসভার বৈঠক, তাবরিজ যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। এর পর ইরানের ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজের উদ্দেশে রওনা হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি ঝারোমি।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আলী বাহাদুরি ঝারোমি লিখেছেন, ‘আজ (রবিবার) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। এর পর এক্সিকিউটিভ ডেপুটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাবরিজের উদ্দেশে রওনা হন।’

উল্লেখ্য, রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এর পর অন্তত দুই ঘণ্টা অতিবাহিত হলেও প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের বিষয়েও কিছু জানা যায়নি। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী হলো তাবরিজ শহর।

ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

;

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা, দেশজুড়ে দোয়া



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে রোববার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া বেশ বিরূপ এবং কুয়াশাচ্ছন্ন। যা উদ্ধার অভিযানকে ব্যাহত করছে।

সরকারি টিভিতে আরও দেখানো হয়েছে, প্রেসিডেন্ট রাইসির জন্য পুরো দেশজুড়ে দোয়া করা হচ্ছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি বলেছেন, তিনি নিশ্চিত করেন, হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর বেশি কিছু তিনি জানাননি। তবে তিনি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে বলেন, বেশ কয়েক উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। কুয়াশা ও বাজে আবহাওয়া পরিস্থিতির কারণে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

"বিষয়গুলি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী দলগুলি তাদের কাজ করছে। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এটি বের করা হবে," তিনি যোগ করেন।

তবে তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশ্ব অধ্যয়নের অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, উদ্ধার টিম হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এটি হতে পারে কারণ দুর্ঘটনাটি খুব খারাপ বা এমনটিও হতে পারে যে এলাকাটি নেটওয়ার্কের আওতাভুক্ত নয়৷ এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। একটি বাঁধ উদ্বোধন করতে গতকাল শনিবার আজারবাইজানে যান ইব্রাহিম রাইসি। আজ রোববার সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে তোলা তার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।

;

বাঁধ উদ্বোধন শেষে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজারবাইজান সীমান্তবর্তী ইরানের একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টারটি দ্রুতগতিতে ফারজাকান এলাকায় অবতরণ করে বলে জানা গেছে।

রোববার (১৯ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ইরানের বার্তাসংস্থা ইরনা (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি) জানায়, হেলিকপ্টারটি দ্রুতগতিতে অবতরণ করে। তবে হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসিসহ অন্যান্যদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কঠিন হচ্ছে বলে ইরনা’র এক সংবাদাতা জানিয়েছেন।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমাটি, তাবরিজের শুক্রবারের প্রার্থনার নেতা হোজ্জাতুলেসলাম আল হাশেম এবং আরো কয়েকজন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, বাজে এক আবহাওয়া বিরাজ করায় উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশখানিকটা সময় লাগছে।

তিনি বলেন, উদ্ধারকারীদল শিগগিরই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে এবং সবাইকে পরবর্তী তথ্য জানানো সম্ভব হবে।

;

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিখোঁজ রয়েছেন।তাকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে রোববার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

এসময় হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও আজারবাইজান প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোনকল এসেছিল। হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই ধারণা করা হচ্ছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, বিস্তারিত জানতে কর্তৃপক্ষ অপেক্ষা করছে।

২০২১ সালে ৬৩ বছর বয়সী রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অনেকে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনে করেন।

;