মার্কিন ঘাঁটিতে হামলা: অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি/ ছবি: বার্তা২৪.কম

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি/ ছবি: বার্তা২৪.কম

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ওয়াশিংটনের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি। 

সোমবার (৩০ ডিসেম্বর) আলী রাবিয়ি পার্সটুডেকে বলেন, মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন। আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি।

বিজ্ঞাপন

ইরাকের সংগঠন হাশ্‌দ আশ-শাবির একটি ঘাঁটিতে রোববার মার্কিন বাহিনীর বিমান হামলার নিন্দা জানান ইরান সরকারের মুখপাত্র। তিনি বলেন, এই বিমান হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য।

আলী রাবিয়ি বলেন, আমেরিকা মিথ্যাচার করছে, এবং তাদের বর্বর আগ্রাসন ও হত্যাকাণ্ডকে যৌক্তিক বলে প্রমাণের চেষ্টা করছে। ইরাকের সংগঠন হাশ্‌দ আশ-শাবিকে ইরানপন্থি বলে তুলে ধরে তাদের ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন