‘নেপালি চেহারা’, পাসপোর্ট পাননি হরিয়ানার দুই বোন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চেহারা নেপালিদের মতো হওয়ায় পাসপোর্ট পাননি হরিয়ানার দুই বোন

চেহারা নেপালিদের মতো হওয়ায় পাসপোর্ট পাননি হরিয়ানার দুই বোন

চেহারা নেপালিদের মতো হওয়ায় ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলার দুই বোনের পাসপোর্ট আবেদন প্রত্যাখ্যান করেছে চণ্ডীগড় পাসপোর্ট অফিস।

ওই দুই তরুণী অভিযোগ করে বলেছেন, আমরা যখন চণ্ডীগড়ের পাসপোর্ট অফিসে গিয়েছিলাম কর্তৃপক্ষ আমাদের মুখ দেখে লিখেছিল যে, আমরা নেপালি।

বিজ্ঞাপন

এরপর আমরা হরিয়ানার মন্ত্রী অনিল বিজের কাছে বিষয়টি জানিয়েছি, তার পরেই আমাদের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়, বলেন দুই বোনের একজন।

এ ব্যাপারে হরিয়ানা রাজ্যের আম্বালার জেলা প্রশাসক অশোক শর্মা বলেন, পাসপোর্ট কর্তৃপক্ষ ওই দুই বোনের নথিতে লিখেছিল—আবেদনকারীকে নেপালি বলে মনে হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভগত বাহাদুর নামে এক ব্যক্তি তার মেয়ে সন্তোষ ও হেনাকে নিয়ে চণ্ডীগড়ের পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে তাদের পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা হয়। কর্তৃপক্ষ তাদের নথিতে লিখেছিল—আবেদনকারীকে নেপালি বলে মনে হয়।

অশোক শর্মা আরও বলেন, আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি বিষয়টি নোট করেছিলাম। আমার হস্তক্ষেপের পর দুই বোনকে পাসপোর্ট অফিস ডেকে নেয়। এখন তাদের পাসপোর্ট খুব শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবে।

পাসপোর্ট অফিসের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান জেলা প্রশাসক।