কখন ইরানে পৌঁছাবে সোলাইমানির মরদেহ?
ইরানের কুদস বাহিনীর প্রধান ও দ্বিতীয় সর্বোচ্চ নেতা কাসিম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে গুঞ্জন চলছে কখন তার মৃতদেহ ইরানে পৌঁছাবে।
ইরানি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে পৌঁছানোর কথা রয়েছে। ইরাকের বাগদাদের অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
এদিকে ইরাকি জনগণের অনুরোধে সোলাইমানিসহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার বিকালে তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।
এর আগে শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি। এ সময় নিহত হয় আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর সকল মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।