কর্মজীবীদের জন্য ৪ দিনে সপ্তাহ!
সপ্তাহে চারদিন আর প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করবে ফিনল্যান্ডের কর্মজীবীরা মানুষেরা। দেশটির নতুন ও বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন দেশটির কর্মজীবী মানুষদের জন্য নতুন এই প্রস্তাবনাটি তুলে ধরেছেন।
এ বিষয়ে সানা মারিন বলেন, নতুন প্রস্তাবটি পাস হলে কর্মজীবীরা তাদের পরিবারের সঙ্গে বেশি সময় অতিবাহিত করতে পারবে। আমি বিশ্বাস করি এটা তাদের প্রাপ্য।
তিনি আরও বলেন, নতুন প্রস্তাবনাটি আমাদের কর্মজীবনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।
এর আগে ফিনল্যান্ডে কর্মজীবীরা সপ্তাহে পাঁচ দিন ও প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করত।
নতুন এই প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছে ফিনল্যান্ডবাসী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছে।
এদিকে সানার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তার রাজনৈতিক প্রতিপক্ষ বাম জোটের নেতা শিক্ষামন্ত্রী লি অ্যান্ডারসন।
লি অ্যান্ডারসন বলেন, ফিনিশ নাগরিকদের কম কাজ করার অনুমতি দেওয়া গুরুত্বপূর্ণ। নারী বলে সানা এমনটি করেছে তা ভাবা বোকামি। কারণ বিষয়টি তার ভোটারদের প্রতি দায়বদ্ধতার অংশ।
প্রধানমন্ত্রী হওয়ার আগে সানা পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকার সময় কর্মচারীদের পারিবারিক সম্পর্ক ও উৎপাদনশীলতার উন্নতির জন্য কম কাজের সপ্তাহের জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি।