এলিয়েন আছে!
পৃথিবীর বাইরে কি কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। মহাকাশে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। আবার বিভিন্ন সময় বিভিন্নজন এর অস্তিত্ব দাবি করলেও এ নিয়ে যথেষ্ট প্রমাণ দিতে পারেনি।
এলিয়েনের অস্তিত্ব নিয়ে আবার কথা বলছেন ব্রিটন স্পেসের গবেষক ড. হেলেন শারমান। ব্রিটিশ ম্যাগাজিন দ্যা অবজারভারকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এলিয়েনের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেন।
সাক্ষাতকারে তিনি বলেন, এলিয়েন রয়েছে। মনে হয় তারা এখন পৃথিবীতেই রয়েছে। কিন্তু আমরা তাদের দেখতে পারছি না। দুটি পদ্ধতিতে এলিয়েন রয়েছে কিনা জানা যাবে। তারা আপনার আমার মতোও হতে পারে। কার্বন ও নাইট্রোজেনের সংমিশ্রণে তাদের জীবন হতে পারে, আবার নাও হতে পারে।
৫৬ বছর বয়সী এই মহাকাশচারী বলেন, মহাকাশে হাজার নক্ষত্র এবং বিলিয়ন বিলিয়ন তারা রয়েছে। আর এগুলোর মাঝে কোথাও প্রাণের অস্তিত্বও রয়েছে।
১৯৯১ সালে সয়ুজ টিএম -১২ এ করে মহাকাশে যান। সোভিয়েত প্রকল্পের অংশ হিসেবে তিনি সেখানে যান। পৃথিবীতে ফিরে আসার আগে তিনি আটদিন মহাকাশে ছিলেন।
এর আগে ২০১৬ সালেও লন্ডনের একটি স্কুলে এলিয়েন রয়েছে বলে দাবি করেন তিনি। ওই সময় তিনি বলেন, মহাকাশে থাকার সময় তিনি এলিয়েন দেখেছেন।
তবে তার এই বক্তব্য কতটুকু সত্য এ নিয়ে দ্বন্দ্বের শেষ নেই।
সূত্র: ডেইলি মেইল