বার্ডম্যান!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বার্ডম্যান সুরাজ কুমার, ছবি: সংগৃহীত

বার্ডম্যান সুরাজ কুমার, ছবি: সংগৃহীত

স্পাইডার ম্যান, ভ্যাটম্যান, অ্যান্টম্যান, বার্ডম্যান ছাড়াও কমিক বইয়ে ও সিনেমাতে আমরা আরও অনেক সুপার হিরোর নাম শুনেছি ও দেখেছি। বাস্তবে কী এরকম কোনো সুপার হিরোর অস্তিত্ব কি পৃথিবীতে রয়েছে?

হ্যাঁ, দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারতেই রয়েছে বার্ডম্যান।

বিজ্ঞাপন

ভারতের উড়িষ্যা রাজ্যের বারিপাদা জেলার ট্রাফিক পুলিশ সুরাজ কুমার। যে কিনা গত দশ বছর ধরে হাজার হাজার কবুতর ও পাখিদের নিয়মিত খাইয়ে যাচ্ছেন। যার কারণে স্থানীয়রা তার নাম দিয়েছে বার্ডম্যান।

এ বিষয়ে সুরাজ কুমার বলেন, ট্রাফিক পুলিশ হিসেবে আমি যেরকম আমার দায়িত্ব পালন করছি ঠিক তেমনি পাখিদের খাওয়ানো আমি নিজের দায়িত্ব মনে করি। যখন ওরা (পাখি) এসে আমার হাতে বসে ও খায় তখন আমি আনন্দিত অনুভূব করি। আমি তাদের যেমন ভালোবাসি ওরাও আমাকে তেমন ভালোবাসে। মাঝে মধ্যে কর্মরত থাকা অবস্থায়ও ওরা আমার কাঁধে এসে বসে থাকে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হাজারও লোকের মাঝেও ওরা আমাকে চিনতে পারে।

এ বিষয়ে উড়িষ্যা রাজ্যের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্থানীয়রা তাকে বার্ডম্যান বলে ডাকে। আমরা তার কাজের জন্য গর্ববোধ করি। তিনি বেশ কয়েক বছর ধরে এই পাখিদের খাওয়াচ্ছেন। তিনি তার কাজ সম্পর্কে অত্যন্ত আন্তরিক।