ফিলিপাইনে আগ্নেয়গিরির লাভা-ঝরনা, সুনামি সতর্কতা জারি
ফিলিপাইনের একটি আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে দিয়ে বলেছে, এটি এক ঘণ্টা থেকে দুইদিনের মধ্যে বিস্ফোরিত হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
বিবিসি বলছে, সোমবার (১৩ জানুয়ারি) রাজধানী ম্যানিলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে তাল আগ্নেয়গিরি লাভা উদগীরণ করছে।
আগ্নেয়গিরি থেকে ছাই উড়ছে। আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল থেকে প্রায় ৮ হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।
তাল ফিলিপাইনের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি। এটি বিশ্বের ক্ষুদ্রতম আগ্নেয়গিরি হলেও গত ৪৫০ বছরে এটি প্রায় ৩৪ বার লাভা ছেড়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে ভলকানিক সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে। রোববার আগ্নেয়গিরি থেকে ছাই উড়ে গিয়ে আশেপাশের বসতিতে গিয়ে পড়ছে। এছাড়া স্থানীয়রা বিকট শব্দ ও কাঁপুনিতে আতঙ্কিত রয়েছেন।
স্থানীয়দের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ম্যানিলাতে সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।