রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবে না হ্যারি-মেগান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রানি এলিজাবেথ, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, ছবি: সংগৃহীত

রানি এলিজাবেথ, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, ছবি: সংগৃহীত

রাজকীয় উপাধি ব্যবহার করতে পারবে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। শনিবার (১৮ জানুয়ারি) বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সাসেক্সিরা তাদের রাজকীয় উপাধি ব্যবহার করবে না কারণ তারা আর রাজপরিবারের সদস্য নয়। যার ফলে তারা রাণীকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতেও পারবে না।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও জানানো হয়, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল ফ্রোগমোর কটেজের পুনর্নির্মাণের জন্য যে ২.৪ মিলিয়ন ইউরো খরচ হয়েছে তা পরিশোধ করতে ইচ্ছুক। ইউকেতে আসলে ফ্রোগমোর কটেজে থাকবেন তারা।

নতুন ব্যবস্থাটি এই বছরের বসন্তে কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিজ্ঞাপন

সোমবার রানি এলিজাবেথ হ্যারির সঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পরেই এ তথ্য আসলো। ওই সময় জানানো হয়, হ্যারি ও মেগান রাজকীয় জীবন ছেড়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায় ও কানাডায় থাকতে চান। আর যা স্বাগত জানান রানি।

এক বিবৃতিতে রানি বলেন, হ্যারি, মেগান এবং তাদের সন্তান আর্চি সবসময়ই আমার পরিবারের অনেক প্রিয় সদস্য থাকবেন। তাদের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। আর মেগান মার্কেল দ্রুত পরিবারের একজন হয়ে উঠায় তিনি গর্ববোধ করেন।