বেজোসের ফোন হ্যাকের পেছনে ছিল ইসরাইলি সংস্থা
বিশ্বের অন্যতম ধনকুবের ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের জনক জেফ বেজোসের ফোন হ্যাকড হওয়া নিয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। অনুসন্ধানে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফোন থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা থেকেই বেজোসের ফোন হ্যাকড হয়েছে।
কিন্তু জাতিসংঘের বিশেষ অনুসন্ধানে বলা হয়েছে, বেজোসের ফোনে পাঠানো স্প্যাইওয়্যার বা ডিজিটাল গুপ্তচর ইসরায়েল ভিত্তিক নজরদারি সংস্থা এনএসও গ্রুপের স্পাইওয়ার পেগাসোস ব্যবহার করা হয়েছে। একই টুল ব্যবহার করে ভারতের বেশকিছু সাংবাদিক এবং ব্লগারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
বিশ্বব্যাপী গণমাধ্যম গুলোতে বলা হয়, বেজোসের ফোন হ্যাকের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের সম্পৃক্ততা রয়েছে। কারণ ২০১৮ সালে এক নৈশভোজে বেজোস আর সালমানে মধ্যে ফোন নম্বর বিনিময় হয়েছিল। পরবর্তীতে বাদশা সালমান তার ফোন থেকে বেজোসের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিয়েছিলেন। যা থেকে পেগাসস নামের স্পাইওইয়ার পৌঁছে যা বেজোসের ফোনে।
প্রসঙ্গত, ২০১৭ সালে নজরদারি সংস্থা এনএসও সৌদি রয়েল গার্ডের অধীনে ছিল।
সূত্র: গ্যাজেটস নাও