ইরাকের নতুন প্রধানমন্ত্রী তৌফিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মেদ তৌফিক এলাহী/ ছবি: আল জাজিরা

মোহাম্মেদ তৌফিক এলাহী/ ছবি: আল জাজিরা

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। প্রায় চার মাস ধরে চলা সহিংসতার পর সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মেদ তৌফিক এলাহী দেশটির প্রধানমন্ত্রী হলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রেসিডেন্ট এলাহীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন বলে খবর প্রকাশ করে বিবিসি।

বিজ্ঞাপন

এর আগে গত নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি পদত্যাগ করেন। সেসময় সহিংসতায় প্রায় শতাধিক ইরাকির প্রাণহানি ঘটে।

পরবর্তী নির্বাচনের আগে এলাহীর হাতে এখনো একমাস সময় রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি দেশটির বিক্ষোভকারীদের সমর্থন দেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এলাহী ঘোষণা দেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যেতে বলেন। এ সময় আন্দোলনকারীদের হত্যাকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দেন তিনি।