ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ম্যাপ করছে ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের নতুন ম্যাপ তৈরি করছে ইসরায়েল। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন।

তিনি বলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি অনুযায়ী আমরা পশ্চিম তীরের ম্যাপিংয়ের প্রক্রিয়াটি হাতে নিয়েছি। খুব শীঘ্রই অঞ্চলটি আমাদের ম্যাপে অন্তর্ভুক্ত হবে। এটি করতে আমাদের বেশি সময় লাগবে না।

বিজ্ঞাপন

১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে জর্ডান ভ্যালিতে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। আর ইসরায়েলের নতুন ম্যাপে এটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর জবাবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাদিনাহ বলেন, ১৯৬৭ সালের পর ফিলিস্তিনের রাজধানী জেরুজালামকে রেখে যে ম্যাপ করা হয়েছিল তাই আমাদের ম্যাপ এবং ফিলিস্তিনিরা তাই গ্রহণ করবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত মাসে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে নিয়ে ১৮১ পৃষ্ঠার একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ বলে জানায় ট্রাম্প। কিন্তু এই শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। এছাড়া আরব লীগের জরুরি বৈঠক করার পরে আরব দেশগুলো এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন: ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগের