কোস্টারিকায় ৫ টন কোকেন আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকায় ৫ টনেরও বেশি কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। কোস্টারিকার স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির লিমন'র ক্যারিবিয়ান বন্দর থেকে এ মাদকদ্রব্য আটক করা হয়।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, ক্যারিবিয়ান বন্দর লিমন'র কয়েকটি কন্টেইনার থেকে কোকেনগুলো জব্দ করা হয়। আর এগুলো হল্যান্ডের রোটেরড্যাম বন্দরে যাচ্ছিল। কোস্টারিকার ইতিহাসে এটি সবচেয়ে বড় মাদক চালান আটকের ঘটনা বলেও জানায় তারা।

দেশটির মাদক দ্রব্য অধিদফতর জানিয়েছে, ২০২ টি ব্যাগে কোকেনগুলো নেওয়া হচ্ছিল। এগুলো দক্ষিণ আমেরিকায় উৎপাদন করা হয়েছিল। তবে কোথায় তা নিশ্চিত করে জানানো হয়নি।

বিজ্ঞাপন

কোকেনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান কোস্টারিকার প্রতিরক্ষামন্ত্রী মিকাইল সোটো।