ইরাকের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি। সোমবার (৩ মার্চ) এক ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, নতুন মন্ত্রীসভা গঠনের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

ভিডিও বার্তায় এই নতুন প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রীসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারহাম সালিহ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আইন অনুযায়ী ইরাকে নতুন প্রধানমন্ত্রী মন্ত্রীসভা গঠন করে তা সংসদে পেশ করবেন। এরপর মন্ত্রীসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন না পেলে মন্ত্রীসভা বাতিল হিসেবে গণ্য হয়।

এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরাকের মন্ত্রীসভার সদস্যদের বাছাইয়ের পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন আলাভি। তবে কোরাম সংকটের কারণে দুই বার সংসদ অধিবেশন বাতিল হওয়ায় এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

বিজ্ঞাপন