করোনার প্রকোপে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে টুইটার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

করোনাভাইরাস থেকে বাঁচতে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এক ব্লগ পোস্টের মাধ্যমে টুইটার বিষয়টি জানিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

পোস্টে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট বলেছে যে এটি হংকংয়ের কর্মীদের জন্য বাধ্যতামূলক। জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মরতরাও বাড়ি থেকে কাজ করবে। ইতিমধ্যেই বাসা থেকে কাজ করার সহজ উপায়ও বের করতে কাজ করছে টুইটার।

পোস্টের মাধ্যমে আরো জানা যায়, টুইটারে কর্মরত বিশ্বজুড়ে পাঁচ হাজার কর্মীকে কাজে না আসতে 'উত্সাহিত' করছে সংস্থাটি। সবধরনের অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণ নিষিদ্ধ করার একদিন পর এ ঘোষণা দিল টুইটার।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের ডাবলিনে গুগলের ইউরোপীয় সদরদফতরের কর্মীরা মঙ্গলবার থেকে বাড়িতে পরীক্ষামূলকভাবে কাজ করবে। তবে সংস্থাটির আট হাজার কর্মী বুধবার অফিসে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

টুইটারের মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি বলেছেন, নিজেদের এবং চারপাশে করোনাভাইরাসের প্রভাব কমিয়ে আনার জন্যই আমাদের এই উদ্যোগ।

এর আগে করোনাভাইরাসের কারণে ফেসবুক, গুগলসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তিসংস্থা তাদের অনেক সম্মেলন স্থগিত ও বাতিল করেছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।