বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের চিত্র
বিশ্বব্যাপী ভয়াবহ এক আতঙ্কের নাম করোনাভাইরাস বা কোভিড-১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে ভাইরাসটিতে গত দুই মাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৯৫ হাজারেরও অধিক মানুষ। মৃতের সংখ্যা ৩৩৮৬ জন।
চীনের উহান শহর থেকে উদ্ভূত করোনাভাইরাসে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ হাজার নাগরিক। আর মৃত্যু হয়েছে ৩ হাজার মানুষের। চীনে গত বৃহস্পতিবারেই (৫ মার্চ) প্রাণ হারিয়েছেন ৩০ জন। যাদের মধ্যে ২৯ জনই উহানের বাসিন্দা। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন।
এদিকে চীনের পর পরই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি ইতালিতে। বৃহস্পতিবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার দেওয়া তথ্যমতে দেশটিতে ভাইরাসে আক্রান্ত আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৮ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫৮ জনে। সংশ্লিষ্টদের ধারণা, আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে।
ইতালির পরেই আছে ইরানের স্থান। করোনাভাইরাসে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান। এছাড়াও দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২২৫ জন।
এদিকে ফ্রান্সের ন্যাশনাল হেলথ সার্ভিস দেশটিতে ৪২৩ জনের করোনাভাইরাসে আক্রান্ত খবর নিশ্চিত করেছে। যেখানে একদিনেই আক্রান্ত হয়েছে ১৩৮ জন।
প্যালেস্তাইন সরকার দেশটির পশ্চিমে সাতজনের করোনাভাইরাসে আক্রান্তের কথা নিশ্চিত করেছে। যার কারণে বেথেলহেমের চার্চ অব নেচারিসহ শহর ও পর্যটন এলাকাগুলোতে দুই সপ্তাহের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
প্রাণঘাতী এই ভাইরাসে মালয়েশিয়ায় মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, করোনাভাইরাস আতঙ্কে কর্তৃপক্ষ হারাম শরিফ পরিষ্কার করছেন। এর আগে সৌদি আরবের নাগরিকসহ বহির্বিশ্বের মুসল্লিদের জন্য উমরা নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।