চীন গেলেন পাক প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দুই দিনের সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
সোমবার (১৬ মার্চ) চীনের উদ্দেশে ইসলামাবাদ ছাড়েন তিনি।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পাক পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এটি ড. আরিফ আলভির প্রথম চীন সফর। এই সফরে দুইপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে পারে। এসব সমঝোতা হলে চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পক্ষীয় সহযোগিতা জোরদার হবে।
এছাড়াও এই সফরের মধ্য দিয়ে করোনাভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেয়া হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পরিকল্পনা, উন্নয়ন ও স্পেশাল ইনিশিয়েটিভ বিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে আছেন।