ফের মিসাইল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপান সাগরের দিকে উদ্দেশে করে ফের দুটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (২১ মার্চ) ভোরে এই মিসাইল দুটি পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার পিয়ংগাং প্রদেশ থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে লক্ষ্য করে দুটি মিসাইল ছোঁড়া হয়। মিসাইলগুলো ৪১০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে ও ৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যখন গোটা বিশ্ব মহামারি কোভিড-১৯ ভাইরাস নিয়ে কাজ করছে এমন সময় উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা অত্যন্ত অনুচিত বলে আখ্যা দিয়েছেন জয়েন্ট চিফ অফ স্টাফ।

বিজ্ঞাপন

জাপানের কোস্ট গার্ড নিশ্চিত করেছে যে, একটি মিসাইল সাগরের অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে।

চলতি বছরের মধ্যের উত্তর কোরিয়া তৃতীয়বারের মত মিসাইল পরীক্ষা চালাল। চলতি মাসের শুরু দিকেও একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দেশটিকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করে আলোচনায় ফিরতে আহ্বান জানায়।