সপ্তাহ শেষে আলোর মুখ দেখতে পারে করোনা চিকিৎসা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের চিকিৎসা সংক্রান্ত একটি পরীক্ষার ফল চলতি সপ্তাহের শেষের দিকেই জানা যাবে বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের গবেষণা মন্ত্রী ফ্রেডরিখ ভিডাল।

সোমবার (৩০ মার্চ) তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে সিএনএন।

বিজ্ঞাপন

এক সপ্তাহ আগে সম্ভাব্য চার ধরনের চিকিৎসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে ইউরোপের তিন সহস্রাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা রোগীর জন্য চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা, সহনশীলতা এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

যে চারটি চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা চলছে, সেগুলো হলো, ইবোলায় ব্যবহৃত রেমেডিসিভির, এইচআইভিতে ব্যবহৃত লোপিনাভির-রিটোনাভির, ম্যালেরিয়ায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ইন্টারফেরন -বেটা।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন

করোনা থেকে মুক্তি পেয়েছেন দেড় লাখ মানুষ

করোনার নতুন ওষুধের পরীক্ষা হচ্ছে মালয়েশিয়ায়