করোনায় বিশ্বের শ্রমশক্তির অর্ধেকই জীবিকা হারানোর ঝুঁকিতে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাসজনিত কারণে বিশ্বের শ্রমশক্তির প্রায় ১৬০ কোটি মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে। যা বিশ্বের মোট শ্রমশক্তির অর্ধেক।

বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘের এই সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী ৩৩০ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ২০০ কোটি মানুষ অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করে থাকে। যাদের শ্রমের সুরক্ষা নেই, ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নেই, এমনকি বাড়িতে থেকেও কাজের সুযোগ নেই।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার বলেন, করোনার কারণে লাখ লাখ শ্রমজীবী মানুষের আয় নেই, তাদের ঘরে খাবার নেই, নিরাপত্তা নেই এমনকি তাদের কোনও ভবিষ্যৎও নেই। করোনার প্রভাবে সারা বিশ্বে লাখ লাখ ব্যবসা প্রতিষ্ঠান কোনও রকমে টিকে আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে।

আইএলও সতর্ক করে আরও বলেছে, দীর্ঘ লকডাউনের ফলে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোট কর্মঘণ্টার পরিমাণ কমে আসবে। এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হবে উৎপাদন খাত, বাসস্থান, খাবারের দোকান, পাইকারি ও খুচরা বাণিজ্য এবং আবাসন খাত।