লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাদাখ সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় চীনের পাঁচ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ হয়। এদিকে মঙ্গলবার (১৬ জুন) উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সিনিয়র সামরিক প্রতিনিধিরা বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের এক কর্নেলসহ ১৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

ভারত সরকার সেনা নিহত নিয়ে বিবৃতি দিলেও চীন সরকার এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। বেইজিং প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে চীনের দ্য গ্লোবাল টাইমসের এক সিনিয়র সাংবাদিক চীনা সেনা নিহতের বিষয়টি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তিনি এক টুইট বার্তায় বলেন, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষে পাঁচ চীনা সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

১৯৭৫ সালের পর চীন-ভারত সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল। সর্বশেষ ১৯৬২ সালে এই দুই দেশ সীমান্ত যুদ্ধে লিপ্ত হয়।