চীনে 'মহামারী সম্ভাব্য' নতুন ফ্লু ভাইরাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন প্রজাতির ফ্লু ভাইরাসের শনাক্ত করেছে চীনের বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে করোনার মতো এটিও মহামারীর আকার ধারণ করবে। শূকরের দেহ থেকে আবিষ্কার হওয়া এই ভাইরাসটি মানব দেহেও সংক্রামিত হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

গবেষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন যে এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে সহজেই ছড়িয়ে পড়তে পারে। এমনকি বিশ্বব্যাপী প্রকোপ ঘটানোর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, ভাইরাসটি সংক্রমণের বেশকিছু বৈশিষ্ট্য মানব দেহে দেখা দিবে। তাই এটি এখন থেকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার। তবে এটি নতুন হিসাবে খুব কম মানুষের মধ্যেই সংক্রমিত হতে পারে বলেও জানান।

এ/ এইচ১এন১পিডিএম০৯ নামে পরিচিত এই ভাইরাসটি থেকে মানুষকে সুরক্ষার জন্য বার্ষিক ফ্লু ভ্যাকসিন দ্বারা আচ্ছাদিত।
চীনে শনাক্ত হওয়া নতুন ফ্লু প্রজাতির ভাইরাসটি ২০০৯ সালের সোয়াইন ফ্লুর মতো। তবে কিছু নতুন পরিবর্তন রয়েছে এতে।

বিজ্ঞাপন

যদিও এখন পর্যন্ত ভাইরাসটির কারণে মানবজাতি কোনো বড় হুমকির মুখোমুখি হয়নি, তারপরেও অধ্যাপক কিন-চৌ চ্যাং এবং তার সহকর্মীরা বলেছেন, 'এটি লক্ষ্য করা উচিত'। কারণ এটি বাতাসের সাথে যেকোনো সময় মানবদেহে সংক্রমণ হতে পারে।

সম্প্রতি এক পরীক্ষায় বিজ্ঞানীরা এমন মানুষের মধ্যে সংক্রমণের প্রবণতা খুঁজে পেয়েছিল যারা কিনা চীনে খালুখুঁড়ি ও শূকর শিল্পের সাথে জড়িত।

সূত্র-বিবিসি