ফের হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার না করার পরামর্শ ডব্লিউএইচওর
করোনাভাইরাস চিকিৎসায় আবারও হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে ওষুধটির ব্যবহার না করার পরামর্শ দেয় বিশ্বের এই সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এর আগে গত মে মাসের শেষের দিকে একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল এই সংস্থা। সপ্তাহখানেক পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিতে জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীর শরীরে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের ফলে মৃত্যু ঝুঁকি কমে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এর ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ক্ষেত্রে এর প্রভাব খুবই সামান্য।
প্রসঙ্গত, হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। এই ওষুধ বাতের চিকিৎসার জন্যেও ব্যবহৃত হয়ে থাকে। করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় বিভিন্ন দেশে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার চলছে।