ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) একাধিক মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে। তবে বিশ্ব সংস্থাটি থেকে পুরোপুরি বের হতে যুক্তরাষ্ট্রের ২০২১ সালের ৬ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে করোনা মোকাবিলায় বিশ্ব সংস্থা সংস্থার কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় অর্থ তহবিল প্রদান করা বন্ধ করে দেয়া হবে বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডব্লিউএইচও সবচেয়ে বড় তহবিল পেয়ে থাকে। যার পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। আর এই ৪০০ ডলার দেশের অন্য খাতে কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।